অভিষেক ইনিংসেই ম্যাচ সেরা গুনাথিলাকা
দিনের প্রথম ম্যাচেই প্রথম দেশি ক্রিকেটার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন সাইফউদ্দিন। কিন্তু পরের ম্যাচেই চেনা পথে ফিরল বিপিএল। বিদেশিদের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে রাতের ম্যাচের সেরা দানুশকা গুনাথিলাকা।
তিন ম্যাচে তিন জয়। সিলেট রীতিমতো উড়ছে এবার। প্রতি ম্যাচেই দুর্দান্ত সূচনা এনে দিচ্ছেন সিলেটের দুই ওপেনার। আজও সেঞ্চুরি জুটি গড়েছেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। কিন্তু ৪ রানের মধ্যে এই দুইজনের ফেরার পর পথ হারাতে বসেছিল স্বাগতিকেরা। সাব্বির রহমান তাঁর অফ ফর্ম ধরে রেখেছেন আজও। তবু যে সিলেটের ইনিংস দুই শ ছাড়াল, এর কৃতিত্ব গুনাথিলাকার।
অন্যপ্রান্তে সাব্বিরের ধীর গতির ইনিংসেও নিজের ওপর চাপ নেননি। দুই চার ও তিন ছক্কায় ঝড় তুলেছেন। দলের রানরেটটা দশের কাছাকাছি রেখেছেন। ২২ বলে ৪২ রানের এই ঝড়ের পর তাই বাকি কাজটা সেরে নিতে পেরেছেন রস হুইটলি। এ কারণেই তো তাঁর চেয়ে বেশি রান করেও ম্যাচ সেরার পুরস্কারে নিজেদের নাম লেখাতে পারেননি টানা তৃতীয় ফিফটি পাওয়া থারাঙ্গা কিংবা ফ্লেচার।
বিপিএলের অভিষেক ইনিংসেই ম্যান অব দ্য ম্যাচ! বাকি ম্যাচগুলোর জন্য নিশ্চয় অধীর অপেক্ষায় থাকবেন এই শ্রীলঙ্কান!